Saturday, July 8, 2023

ভক্তি দেবী:

 

ভক্তি দেবী:


যো  হৃষ্যতি  দ্বেষ্টি  শোচতি  কাঙ্ক্ষতি।
শুভাশুভপরিত্যাগী ভক্তিমান্ যঃ  যে প্রিয়ঃ।।১৭

অর্থঃ- (১৭যিনি ইষ্টলাভে হৃষ্ট হন নাঅপ্রাপ্যবস্তুলাভে আকাঙ্ক্ষা করেন নাযিনি কর্ম্মের শুভাশুভ ফলাকাঙ্ক্ষা ত্যাগ করিয়াছেনঈদৃশ ভক্তিমান্‌ সাধক আমার প্রিয়।

সমঃ শতৌ  মিত্রে  তথা মানাপমানয়োঃ।
শীতোষ্ণসুখদুঃখেষু সমঃ সঙ্গবিবর্জ্জিতঃ।।১৮
তুল্যনিন্দাস্তুতির্মৌনী সন্তুষ্টো যেন কেনতিৎ।
অনিকেতঃ স্থিরমতির্ভক্তিমান্ মে প্রিয়ো নরঃ।।১৯

অর্থঃ- (১৮-১৯যিনি শত্রু-মিত্রেমান-অপমানেশীত-উষ্ণেসুখ-দুঃখে সমত্ববুদ্ধিসম্পন্নযিনি সর্ব্ববিষয়ে আসক্তিবর্জ্জিতস্তুতি বা নিন্দাতে যাঁহার তুল্য জ্ঞানযিনি সংযতবাক্‌, যদ্দৃচ্ছালাভে সন্তুষ্টগৃহাদিতে মমত্ববুদ্ধিবর্জ্জিতএবং স্থিরচিত্তঈদৃশ ভক্তিমান্‌ ব্যক্তি আমার প্রিয়।

যে তু ধর্ম্মামৃতমিদং যথোক্তং পর্য্যুপাসতে।
শ্রদ্দধানা মৎপরমা ভক্তাস্তেহতীব মে প্রিয়াঃ।।২০

অর্থঃ- (২০যাঁহারা শ্রদ্ধাবান্‌  মৎপরায়ণ হইয়া পূর্ব্বোক্ত অমৃততুল্য ধর্ম্মের অনুষ্ঠান করেনসেই সকল ভক্তিমান্‌ আমার অতীব প্রিয়।

...................... ১৭-২০নং শ্লোক, ১২অধ্যায়।

No comments:

Post a Comment