পরমহংস কাদের বলা হয়/যায়?
Saturday, August 26, 2023
পরমহংস কাদের বলা হয়/যায়?
Tuesday, August 22, 2023
শঙ্করাচার্য্য কতৃক রাধা ভিডিও:
শঙ্করাচার্য্য কতৃক রাধা ভিডিও:
কেউ মারা গেলে মন্ত্র ও শ্লোক উচ্চারন:
কেউ মারা গেলে মন্ত্র ও শ্লোক উচ্চারন:
প্রেহি প্রেহি পথিভিঃ পূর্ব্যেভির্য়ত্রা নঃ পূর্বে পিতরঃ পরেয়ুঃ। উভা রাজানা স্বধয়া মদন্তা য়মং পশ্যাসি বরুণং চ দেবং।’
সরলার্থ-হে জীবাত্মা! যে পথে আমাদের পূজ্য পিতৃপুরুষগণ (বিদ্বান মানবগণ) গিয়েছেন, তুমিও সেই পথে গমন করো এবং গমন করে প্রসন্নভাবে মুক্ত জীবাত্মা ও ঈশ্বর উভয়কে দেখো।
……………… ১০/১৪/৭
ঋগ্বেদ।
ওঁ কৃত্বা তু দুস্কৃতং কর্ম জানতা বাপ্যজানতা।
মৃত্যুকালবশং প্রাপ্য নরং পঞ্চত্বমাগতম।।
ধর্মাধর্মসমাযুক্তম লোভমোহসমাবৃতম।
দহেয়ং সর্ববগাত্রাণি দিব্যান্ লোকান্ স গচ্ছতু।।
অনুবাদ: তিনি জেনে বা না জেনে অনেক দুষ্কর্ম করে থাকতে পারেন। কালবশে মানুষ মৃত্যুবরণ করে থাকে। এ দেহ ধর্ম, অধর্ম, লোভ, মোহ প্রভৃতি দ্বারা আচ্ছাদিত ছিলো। হে অগ্নিদেব, আপনি সকল দেহ দগ্ধ করে দিব্যলোকে নিয়ে যান।
................. পুরোহিত দর্পন।
এতদ বৈ পরমং তপো যত্ প্রেতমপ্লবভ্যা দধতি
অনুবাদ: মৃতদেহ কাধে বহন করা এবং তা দাহ করা সর্বোচ্চ তপস্যা। এজন্যই এর নাম সৎকার।
................. বৃহদারন্যক উপনিষদ ৫/১১/১
শরীরদাহে পতাকাভাবাৎ
অনুবাদ: মৃত দেহকে দাহ করলে পতাকাদি দোষ লাগে না বরং ইহা পূর্ণ কর্ম।
..... ন্যায় দর্শন ৩/১/১
জাতস্য হি ধ্রুবমৃত্যো দ্রুবং জন্ম মৃতস্য চ।
....... গীতা।