এই তন্ত্রকে ভাগবত তন্ত্রও বলা হয়।
বিশাখাচ তথা পুর্বে কৃষ্ণস্য প্রিয় দূতিকা।
পদ্মাচ দক্ষিণে ভদ্রা নৈঋতি ক্রমশ: স্থিতা।
এতাস্ত্ত পরমেশানি পদ্মিন্যা অস্টনায়িকা।।৭।।
অনুবাদ: বিশাখা সখী পুর্ব্বদিকে যিনি কৃষ্ণের দৌত্যকার্য্য করিয়া থাকেন দক্ষিণদিকে পদ্মা সখী নৈর্ঋতিকোণে ভদ্রা সখী আছে। এই রুপ পর্য্যায় ক্রমে পদ্মণীর অস্টনায়িকা অস্টদিকে আছে।
.................. শ্লোক নং ০৭, পটল ১৭
বৃন্দাবনেশ্বরী রাধা কৃষ্ণস্যা ভয়দায়িনী ।
অভিন্ন গূণ লাবণ্যা সৌন্দর্য্যাতীব বল্লভা।।১১।।
অনুবাদ: কৃষ্ণের অভয়দাত্রী বৃন্দাবনেশ্বরী রাধা কৃষ্ণের
অভিন্ন রুপ লাবণ্যবতী ও স্বীয় দেহ সৌন্দর্য্যে
অতি প্রিয়তমা।
................... শ্লোক নং ১১, পটল ১৭
.............. শ্লোক নং ২৯, ২য় পটল
হরে কৃষ্ণ মন্ত্রের দেবতা ত্রিপুরা সুন্দরী, ছন্দ
গায়ত্রী, ঋষি বাসুদেব কৃষ্ণ, এই মন্ত্রের মুল হচ্ছে শিব ও দূর্গা ।
No comments:
Post a Comment