Friday, April 2, 2021

শ্রেষ্ঠ নাম:

 শ্রেষ্ঠ নাম ও মাহাত্ম:


     



কৃষ্ণের যত নাম রয়েছে তার মধ্যে কৃষ্ণ নামই শ্রেষ্ঠ।
নাম্নাং মুখ্যতরং নাম কৃষ্ণাখ্য মে পরন্তপ।
প্রায়শ্চিত্তমশেষানাং পাপানাং মোচকং পরম্।। ১১/২৬৪ হরি ভক্তি বিলাস
অনুবাদঃ হে পরন্তপ! অামার নাম সমুহের মধ্যে কৃষ্ণ নামই শ্রেষ্ঠতর, ইহা অশেষ পাপের প্রাশ্চিত্তস্বরুপ এবং পরম মুক্তিকর।





এখন আসুন বেদের সংহিতা কি বলে নাম নিয়েঃ
ওঁ আহস্য জানন্তো নাম চিদবিবক্তন্ মহস্তে বিষ্ণো সুমতিং ভজামহে।। ওঁ তৎ সদিত্যাদি। ১/১৫৬/৩
হে বিষ্ণে! তে(তব) নাম চিৎ (চিৎস্বরুপম্) অতএব মহঃ(স্বপ্রকাশরুপম্) তস্মাৎ অস্য(নাম্ন) অা(ঈশোদপি) জানন্তঃ (ন তু সম্যক্ উচ্চারণ মাহাত্ম্যাদিপুরস্কারেন, তথাপি) বিভক্তণ( ব্রুবাণা; কেবলং তদক্ষরাভ্যাসমাত্রং কূর্ব্বানাঃ) সুমতিং (তদ্বিষয়ং বিদ্যাম্) ভজামহে (প্রাপ্নুমঃ) যত ওঁ তৎ (প্রণববঞ্জিত বস্তু) সৎ (স্বতসিদ্ধম্ ইতি)।...... জীব গোষ্মামী
তাৎপর্যঃ হে বিষ্ণো, তোমার নাম চিৎস্বরুপ অতএব স্বপ্রকাশ। সুতরাং এই নামের উচ্চারণ মাহাত্ম্যদি সম্মকরুপে না জানিয়াও, যদি সামান্য কিছুমাত্র জানিয়াও আমরা কেবল কিছুমাত্র সেই অক্ষর নাম উচ্চারণ করিয়াই যাই, তার ফলে আমরা তোমাবিষয়িনী বিদ্যা লাভ করিতে পারিব। যেহেতু ইহা প্রণবব্যঞ্জিত বস্তু সেহেতু স্বতঃসিদ্ধ।
রাম গোবিন্দ ত্রিবেদীর ঋগবেদ ভাষ্য থেকে দিলামঃ
বিষ্ণু কা নাম জানকর কীর্তন করো। বিষ্ণু, তুম মহানুভাব হো তুম্হারী বুদ্ধি কি উপাসনা করনে হু।



No comments:

Post a Comment