Thursday, April 1, 2021

মাতা আদ্যাশক্তির নন্দগৃহে জন্ম লাভ:

 মাতা আদ্যাশক্তির নন্দগৃহে জন্ম লাভ:


      




মাতা আদ্যাশক্তির নন্দগৃহে জন্ম লাভ:
আসুন দেখে নেওয়া যাক কৃষ্ণ যখন দেবকীতে আবির্ভুত হয়েছিলো তখন আাদ্যাশক্তিও যশোদাগৃহে জন্ম নিয়েছিলো
নন্দগোপগৃহে জাতা যশোদাগর্ভসম্ভবা ।
ততস্তৌ নাশায়িষ্যামি বিন্ধ্যাচলনিবাসিনী ।।
অম্বয়: নন্দ-গোপগৃহে ( নন্দগোপের গৃহে) যশোদা-গর্ভ-সম্ভবা( যশোদার গর্ভে কন্যারুপে) জাতা (জাত হইয়া) বিন্ধ্যা-অচল-নিবাসিনী( বিন্ধা পর্বতে অবস্থানপুর্বক) তত: (তখন) তৌ (সেই দুইটি [অসুর] –কে) নাশয়িয়্যামি ( নাশকরিব)।। ৪২।।
অনুবাদ: নন্দগোপগৃহে যশোদার গর্ভে জন্মগ্রহণপুর্ব্ব বিন্ধ্যাচলে অবস্থান করিয়া আমি সেই অসুরদ্বয় নাশ করিব ।
……………….. শ্রী শ্রী চন্ডী একাদশ অধ্যায় ৪২নং শ্লোক।


অনেকে প্রশ্ন তোলেন যিনি জন্ম গ্রহণ করেছেন উনি মহামায়া নয় তার অংশ। চলুন দেখি সত্যতা বিচার করি।


যোগনিদ্রা মহামায়া বৈষ্ণবী মোহিতং যয়া।
অবিদ্যয়া জগৎ সর্ব্বং তামাহ ।হবান হরি: ।।৩৭।।
বিষ্ণু উবাচ:
গচ্ছ নিদ্রে মমাদেশাৎ পাতালতলসংশ্রয়ান ।
একৈকাংশেন ষডুগর্ভান দেবকীজঠরে নয়।।৩৮।।

অনুবাদ: অবিদ্যারুপিণী যে বৈষ্ণবী শক্তি দ্বারা এই সমস্ত জগৎ মোহিত হইয়াছে, তিনিই মহমায়া যোগনিদ্রা; ভগবান হরি তাহাকে বললেন,- নিদ্রে! তুমি আমার আদেশ অনুসারে গমন কর, পাতালতলাশ্রিত ষড়গর্ভগুলিকে এক একটি করিয়া দেবকীর জঠরে লইয়া যাও।
....................... ১৮১ অধ্যায়, ব্রহ্মান্ড পুরান। শ্লোক (৩৭-৩৮)



ততোহহং সম্ভবিষ্যামি দেবকী জঠরে শুভে ।
গর্ভে ত্বরা যশোদায়া গন্তব্যমবিলম্বিতম্ ।। ৪৩।।
অনুবাদ: তারপর আমি দেবকীর শুভ জঠরে সম্ভুত হইব, তুমিও কালবিলম্ব না করিয়া যশোদার গর্ভে প্রবেশ করিবে।
..................... ১৮১ অধ্যায়, ব্রহ্মান্ড পুরান, শ্লোক নং ৪৩


আদ্যাশক্তি যশোদোগৃহে জন্মগ্রহণের পরে কি তার শক্তি কমে গিয়েছিলো? নাকি তার আদ্যাশক্তিত্ব নস্ট হয়ে গিয়েছিলো? নারায়ন যদি নর লীলাই কৃষ্ণ হিসাবে এসে যোগী হয় তবে মহামায়াও যোগীনি হিসাবেই ছিলো এটাই তো প্রমান হয়। মহামায়াকে ইশ্বরী মানলে কৃষ্ণকে ইশ্বর মানতে বাধ্য আপনারা।


সুভদ্রার(মহামায়া) বৌমা উত্তরার গর্ভের সন্তানকে(পরিক্ষীতে) কৃষ্ণই(নারায়ন) বাচিয়েছিলো।

No comments:

Post a Comment