Monday, August 30, 2021

চতুর্বৈষ্ণবদের উপাসনা:

 চতুর্বৈষ্ণবদের উপাসনা:







জয় রাধামাধব,
চতুর্বৈষ্ণবদের উপাসনা হেতু মান্যতায় ভিন্নতা আছে কিন্তু সবই পুরুষ ও প্রকৃতি।
১) নিম্বার্ক সম্প্রদায়ের উপাসনা হয় সখীভাবে।
২) রুদ্র সম্প্রদায়ের উপাসনা হয় বাৎসল্য ও সখা ভাবে।
৩) মাধ্বি সম্প্রদায় সেবা হয় মঞ্জুরী ভাবে।
৪) শ্রী সম্প্রদায়ের সেবা হয় রামের প্রতি ভাবে সেবা হয়।

No comments:

Post a Comment