Thursday, October 14, 2021

কামরুপি পরমাত্মা:

নারায়ন কেশবই কামদেবঃ



ভীষ্ম উবাচ,

 নম নারায়ণায়েতি কামদেবাত্মনে নমঃ

 অনুবাদঃ নারায়ণ কামদেবাত্মাকে নমস্কার

 ........ ১১৫ নং শ্লোক, ২৩ অধ্যায়, সৃষ্টি খন্ড, পদ্মপুরান।

 


ন পশ্যামি কামকেশবয়োঃ সদা

 অনুবাদঃ কখনোই কামদেব ও কেশবে ভেদ করিনা।

 ........ ১২৮ নং শ্লোক, ২৩ অধ্যায়, সৃষ্টি খন্ড, পদ্মপুরান।



যত: সর্ব্বে প্রসূয়ন্তে হ্যানঙ্গাত্মাঙ্গদেহিন:।

উম্মাদ: সর্ব্বভূতানাং তস্মৈ কামাত্মনে নম:

 

অনুবাদ: যাহাদের মনে কাম এবং সমস্ত অঙ্গেও কাম থাকে, সেইরুপ সমস্ত প্রাণী যাহা হইতে উৎপন্ন হয় এবং যিনি সমস্ত প্রাণীর উম্মত্ততা জন্মাইয়া থাকেন; সেই কামরুপী পরমাত্মাকে নমস্কার করি।

................ ৫২নং শ্লোক, ৪৬অধ্যায়, শান্তি পর্ব, মহাভারত।


কামস্তদগ্রে সমবর্তত মনসো রেত: প্রথমং যদাসীৎ।

স কাম কামেন বৃহতা সযোনী রায়স্পোষং যজমানায় ধেহি।।



ছবিটি হরিশরন সিদ্ধান্ত লঙ্কার এর।


ছবিটি সুবোধ ভাষ্যের।


……. অথর্ববেদ ১৯কান্ড ৫২সুক্ত ১ নং মন্ত্র।


ত্বং কাম সহসাসি প্রতিষ্ঠিতো বিভুর্বিভাবা সখা আ সখীয়তে।

ত্বমুগ্র: পৃতনাসু সাসহি: সহ ওজো যজমানায় ধেহি।।



ছবিটি হরিশরন সিদ্ধান্ত লঙ্কার এর।


ছবিটি সুবোধ ভাষ্যের।

……. অথর্ববেদ ১৯কান্ড ৫২সুক্ত ২ নং মন্ত্র।

No comments:

Post a Comment