বিষ্ণু/কৃষ্ণ বড় নাকি শিব/রুদ্র বড় নাকি কালি/চণ্ডী বড়?
Monday, August 30, 2021
বিষ্ণু/কৃষ্ণ বড় নাকি শিব/রুদ্র বড় নাকি কালি/চণ্ডী বড়?
চতুর্বৈষ্ণবদের উপাসনা:
চতুর্বৈষ্ণবদের উপাসনা:
বিষ্ণুর মাহাত্ম্য
বিষ্ণুর মাহাত্ম্য:
একো হংসো ভুবনস্যাস্য মধ্যে স এবাগ্নি: সলিলে সন্নিবিষ্ট:।
তমেব বিদিত্বাহতিমৃত্যুমেতি নান্য: পন্থা বিদ্যতেহয়নায়।।
অনুবাদ: এই ভুবনের মধ্যে একমাত্র হংস(পরমেশ্বর) বিদ্যমান আছেন। তিনিই জল পরিণাম এই দেহে অবিদ্যাদির দাহক অগ্নিরুপে অবস্থিত। তাহাঁকে জানিয়াই সাধক মৃত্যুকে অতিক্রম করেন, এই পরমপদ প্রাপ্তির আর কেনোও পথ নাই।
............... শ্বেতাশ্বতর উপনিষধ ৬/১৫
প্রতদ্বিষ্ণুঃ স্তবতে বীর্ষেণ মৃগো ন ভীমঃ কুচরো গিরিষ্ঠাঃ। যস্যোরষু ত্রুিষু বিক্রমণেম্বধিক্ষিপন্তি ভুবনানি বিশ্বা। তস্মাদুচ্যতে নৃসিংহমিতি।।
Sunday, August 29, 2021
বিষ্ণুই বেদের ইন্দ্র
বিষ্ণুই বেদের ইন্দ্র:
বিষ্ণু/ কৃষ্ণই যে ইন্দ্র তার কিছু প্রমান দেখা যাক
- সনতকুমার সংহিতার ৭৬নং শ্লোক
- পদ্মপুরান, পাতাল খন্ডম, অধ্যায় ৫০, শ্লোক নং ৫৬
- গীতা ১০/২২
- কৃষ্ণ বলেন, আমিই ত্রিভুবনে সেই সেই বেশে, সেই সেই রুপে বিষ্ণু, ব্রহ্মা ও ইন্দ্র এবং উৎপত্তি ও লয়ের কারণ হয়ে থাকি।( ৬৯/১৪ অশ্বমেধিক পর্ব)
Saturday, August 28, 2021
বিষ্ণুর পরম পদ:
বিষ্ণুর পরম পদ:
বিষ্ণো পরমং পদম
……… শুক্ল যজুর্বেদ ৬/৩
দেবতারাং বিষ্ণু: পরমো।
……… কৃষ্ণ যজুর্বেদ ৫/৫/১
বিষ্ণুরুপায়
………… কৃষ্ণ যজুর্বেদ ৪/৪/৯
তদ্বিষ্ণো: পরমং পদং সদা পশ্যান্তি সূরয়:। দিবীব চক্ষুরাততম্।
……… শুক্ল যজুর্বেদ ৬/৫
Monday, August 23, 2021
শ্রীকৃষ্ণের ঐতিহাসিক বিগ্রহ:
শ্রীকৃষ্ণের ঐতিহাসিক বিগ্রহ:
মাধ্বাচার্য্য কতৃক শ্যামের উপাসনা করা উডুপির বিগ্রহ। ধারনা করা হয় দাফরে রুক্মনী কতৃক শ্যামের এই বিগ্রহই উপাসনা করা হতো যেটাকে মাধ্বাচার্য্য উডুপিতে উপাসনা হেতু প্রতিষ্ঠা করেন।
Bhagwan Sri Krishna known as Dwarakadheesh at Dwaraka temple with Chaturbhuja holding Shanka (vertical position), Chakra, Gadha and Padma
Bhagwan Sri Krishna (Dwarkadheesh) at Bhet Dwaraka in a similar posture as in Dwaraka with the only difference of holding Shanka (Kounch) in oblique position
Bhagwan Sri Krishna known as RanchorRai at Dakor temple near Baroda in Gujarat
Bhagwan Sri Krishna at Guruvayur temple (Kerala) said to have been installed by Lord Vaayu and Devaguru Bruhaspathi
Saturday, August 7, 2021
মনুসংহিতা কি কাজে লাগে আমাদের?
মনুসংহিতা কি কাজে লাগে আমাদের:
দেশধর্ম্মজাতিধর্ম্মকুলধর্ম্মান্ শ্রুত্যভাবাদব্রবীন্মনুঃ।